আওয়ার ইসলাম: ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা নির্মাণ করেছে সৌদি আরব। দেশের প্রথম এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা নির্মাণ করেছে তারা। সমরাস্ত্র বিশেষজ্ঞদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয় রিয়াদের দক্ষিণপশ্চিমাঞ্চলের আল ওয়াতাহ এলাকায় এই কারখানার ইমেজ ধরা পড়েছে স্যাটেলাইটে। এর ভিত্তিতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছে সমরাস্ত্র এবং স্যাটেলাইট বিশেষজ্ঞরা।
ধারণা করা হচ্ছে এ কারখানা তৈরির মাধ্যমে সৌদি আরব নিজেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে। তেমনটা হলে তেহরানের সঙ্গে রিয়াদের উত্তেজনা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
-এটি