মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ভেনেজুয়েলায় নিজেকে ‘প্রেসিডেন্ট’ দাবি বিরোধীদলীয় নেতার, ট্রাম্পের স্বীকৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো। আর তাতে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ, বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ চলাকালে নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন ৩৫ বছর বয়সী গুয়াইদো। এরপরই তাকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, পেরু ও কলম্বিয়া।

২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার নেতৃত্ব দিয়ে আসছেন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। চলতি মাসে ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে মাদুরো জয়লাভ করে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেন। তবে বিরোধীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন।

এদিকে, দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। মাদুরো সরকার অভিযোগ করেছে যে, গুয়াইদো অভ্যূত্থানের চেষ্টা করছেন এবং এর জন্য তাকে কারাগারে ভরা হতে পারে।

অন্যদিকে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান মাদুরোকে সহানুভূতি জানিয়েছেন। এ ছাড়া, বলিভিয়া ও কিউবা মাদুরোকে সমর্থন জানিয়েছে। আর উরুগুয়ে ও মেক্সিকো উভয়পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্ট মাদুরোর শাসনাধীনে ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক দুর্দশায় রয়েছে। এ জন্য দেশটিতে জনবিক্ষোভ দেখা দেয়। আর তাতে নেতৃত্ব দিচ্ছেন গুয়াইদো। তিনি দেশটির পার্লামেন্ট প্রধানের দায়িত্বে আছেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ