মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আল-আকসা মসজিদে নারী ইবাদতখানায় ইসরাইলি নাগরিক ও পুলিশের অনুপ্রবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-আকসা মসজিদে নারীদের জন্য নির্ধারিত ইবাদতের স্থানে ইসরাইলের বিপুল সংখ্যক বাসিন্দা ও পুলিশ অনুপ্রবেশ করেছে। বৃহস্পতিবার বিকালে জেরুজালেমের পুরাতন সিটিতে অবস্থিত ওই মসজিদে এ ঘটনা ঘটে।

ইসলামিক ইন্ডউইমেনেন্ট বিভাগের প্রধান জনসংযোগ কর্মকর্তা ফিরাজ আল দিবস জানান, মরোক্কান গেট দিয়ে ইসরাইলের ৪১ বাসিন্দা ও পুলিশের ৮৫ জন সদস্য আল আকসা মসজিদের আঙিনায় জোর করে ঢুকে।

তিনি আরও জানান, মসজিদ ও এর আশেপাশের এলাকায় বর্তমানে অনেক পুলিশ মোতায়েন রয়েছে। কিছু পুলিশ গম্বুজের মসজিদের ভেতরে প্রবেশ করে, কিছু প্রবেশ করে পাথরে তৈরি মসজিদে। একই সময়ে কিছু ইসরাইলি আল-আকসা মসজিদের নারীদের প্রার্থনার জায়গায় প্রবেশ করলে ইবাদতরতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আল-আকসা মসজিদে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর জর্ডানের সঙ্গে ইসরাইল সরকারের একটি চুক্তি হয়, যাতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ