মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপত্তা পরিষদের সভায় ফিলিস্তিনের পক্ষে ফের নিজেদের বলিষ্ঠ অবস্থানের কথা তুলে ধরেছে বাংলাদেশ।

জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বুধবার নিরাপত্তা পরিষদে 'ফিলিস্তিনি স্বাধিকারসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি' বিষয়ে এক উন্মুক্ত আলোচনায় তিনি এ অবস্থানের কথা জানান।

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বলেন, আইনকে অগ্রাহ্য করার পাশাপাশি অন্যায় করে দখলদার ইসরায়েলের পার পেয়ে যাওয়ার সংস্কৃতির অবসান ঘটাতে সঠিক ভূমিকা রাখা নিরাপত্তা পরিষদের দায়িত্ব। মানবাধিকার ও অপরাধ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের সব অন্যায় ও সীমা লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনির বলেন, গাজা ভূখণ্ডসহ দখলকৃত ভূমিতে ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নিরাপত্তা পরিষদের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই যথাযথ ভূমিকা পালন করতে হবে।

মাদুন বিন মোমেন আরও বলেন, পবিত্র ভূমি জেরুজালেমের আইনসম্মত মর্যাদা জোরপূর্বক বা অন্যায়ভাবে পরিবর্তনের উদ্দেশ্যে ইসরায়েল ও অন্যদের উস্কানিমূলক কার্যক্রমকে বিচ্ছিন্নভাবে দেখা যাবে না।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সংগঠন ওআইসির নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতির দায়িত্বে থাকা মাসুদ বিন মোমেন ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

নিরাপত্তা পরিষদের জানুয়ারি মাসের সভাপতি ডোমিনিকান রিপাবলিক এই উন্মুক্ত আলোচনার আয়োজন করে। এতে জাতিসংঘের ৪৭টি সদস্য দেশ অংশ নেয়।

আলোচনার শুরুতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়কারী ও জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত প্রতিনিধি নিকোলে মিলাডিনভ বক্তব্য দেন।

তিনি বলেন, চোখের সামনে ঘটতে থাকা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিপজ্জনক পরিস্থিতি বিষয়ে ২০১৯ সালে এসে আমাদের কোনো ধরনের বিভ্রান্তিতে থাকা উচিত নয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ