আওয়ার ইসলাম: বিশ্বের ‘সবচেয়ে হালকা’ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারত। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে।
কালামস্যাট ভি-টু নামের ওজনে ১.২৬ কেজির এই স্যাটেলাইট তৈরি করেছেন ‘স্পেস কিডজ ইন্ডিয়া’ নামে চেন্নাইভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এনডীটিভি ও দ্য ওয়াল ডটইন-এর খবরে প্রকাশ, এই স্যাটেলাইট বানাতে এক পয়সাও খরচ করতে হয়নি ইসরোকে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংস্থার ছাত্রছাত্রীরা ছ’বছরে বানিয়েছে এ স্যাটেলাইট। ২০ জন ছাত্রছাত্রীর এই দলের নেতা ছিলেন ৪৫ বছরের শ্রীমাথি কেসান।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারের এই উৎক্ষেপণ মহাকাশ গবেষণায় এক মাইলস্টোন। তবে এই প্রথম নয়, এর আগে আরও হালকা একটি স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল। ৬৪ গ্রাম ওজনের এই স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছিল কালামস্যাট ‘গুলাবজামুন’। স্যাটেলাইটের আকৃতির জন্য এই নাম দেওয়া হয়েছিল। নাসা থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলেও তা পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে নিজের কক্ষপথে যেতে পারেনি।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছিল, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা পিএসএলভি রকেটের মাধ্যমে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এই স্যাটেলাইটের প্রধান কাজ হলো নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে ভারতের সুরক্ষা ব্যবস্থার দিকে খেয়াল রাখা ও ছবি তুলে পাঠানো।
৪৪.৪ মিটার লম্বা এই পিএসএলভি রকেটের ওজন ২৬০ টন। এ দিনের উৎক্ষেপণ এই রকেটের ৪৬ তম উৎক্ষেপণ হলো। এর আগে ২৯ নভেম্বর পিএসএলভি সি৪৩ রকেটের মাধ্যমে একটি আর্থ-অবজারভেশন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল ইসরো। তারপরে ফের বৃহস্পতিবার রাতে উৎক্ষেপণ হলো এই স্যাটেলাইটের।
এই উৎক্ষেপণের পরেই ইসরোর পক্ষ থেকে জানান হয়, ভারতের মহাকাশ গবেষণা এখন কতটা উন্নত, তা এই স্যাটেলাইটের উৎক্ষেপণ থেকেই বোঝা যাচ্ছে। এই উৎক্ষেপণ গোটা দুনিয়ার কাছে এক নজির হয়ে থাকবে। সামনের দিনে আরও গুরুত্বপূর্ণ স্যাটেলাইট মহাকাশে পাঠানোর চিন্তাভাবনা রয়েছে ইসরোর।
কেপি