মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ব্রিটেনে ‘আল্লাহ’ খচিত টয়লেট টিস্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টয়লেট টিস্যুতে আরবি হরফে ‘আল্লাহ’ খচিত শব্দ রয়েছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্রিটেনের মুসলিমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

মার্কস অ্যান্ড স্পেন্সার কোম্পানির বাজারজাত করা টয়লেট টিস্যুতে এমন ‘ জঘন্য ও অনৈতিকতার দুঃসাহস’ দেখতে পাওয়ায় তারা কোম্পানিটির পণ্য বর্জনের ঘোষণা দেন।

দুই হাজারের বেশি মুসলিম এমন একটি পিটিশনে সাইন করেছেন যাতে অভিযোগ করা হয়েছে যে, ‘এর মাধ্যমে ইচ্ছাকৃতভাবে আমাদের ধর্মকে অবমাননা করা হয়েছে’।

টুইটার ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অ্যালোভেরা টয়লেট টিস্যু নামের ওই টিস্যুর রোলে আরবিতে খচিত রয়েছে ‘আল্লাহ’।

এক ব্যক্তি আড়াই পাউন্ড দিয়ে একটি টিস্যু কিনে গাড়ির ওপর রেখে তা বার বার ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন ও ভিডিও করছেন। সেইসঙ্গে তিনি সালাম দিয়ে সব ‘ভাই ও বোনকে’ওই পণ্য না কেনার আহ্বান করেন।

ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এটি ব্যাপকভাবে শেয়ার হলে বিক্ষুব্ধ হয় মানুষ।

তবে মার্কস অ্যান্ড স্পেন্সার টুইটারে এক প্রতিক্রিয়ায় জোর দিয়ে বলেছে, ‘আমাদের টিস্যুতে অ্যালোভেরা পাতার নকশা ছাপা রয়েছে।

গত পাঁচ বছর ধরে আমরা এটি বাজারজাত করছি। এটা সন্দেহাতীতভাবে অ্যালোভেরা পাতা। আমরা বিষয়টি খতিয়ে দেখেছি এবং আমাদের সরবরাহকারীদেরও বিষয়টি নিশ্চিত করেছি।’

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান বলছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের ক্ষোভ প্রশমিত হচ্ছে না।

মুসা আহমেদ নামের একজন একটি পিটিশনের উদ্যোগ নিয়েছেন; এতে এই টিস্যু পেপারগুলো দোকানের তাক থেকে সরিয়ে ফেলার আহ্বান জানিয়ে বলা হয়, ‘এটি আমাদের ধর্মের অবমাননা।’

তিনি আরো বলেন, এটা ইসলামকে অপমান করার একটা ঘৃণ্য চেষ্টা।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ