রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


হিজাব পরতে পারবেন না কেনিয়ার স্কুলছাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্কুলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার আদেশ খারিজ করে দিয়েছেন কেনিয়ার সর্বোচ্চ আদালত। দেশটির আইনজীবীরা জানিয়েছেন, এখন থেকে আর স্কুলে হিজাব পরতে পারবেন না ছাত্রীরা।

আদালত তার আদেশে বলেন, প্রত্যেক স্কুলের নির্ধারিত নিয়ম অনুসরণ করে চলার অধিকার আছে। ছাত্রীদের হিজাব পরার অনুমতি দিলে তা স্কুলের ইউনিফর্ম নীতির বিরুদ্ধে যায়।

হিজাব মুসলিম নারীদের পোশাক বিশেষ, যা ইসলামি সংস্কৃতি ও সভ্যতার প্রতীক। ধর্মীয় অনুশাসন মেনে নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষার উপকরণ হিসেবে এই পোশাকটির পরিচিতি রয়েছে মুসলিম বিশ্বে।

বিশ্বে হিজাব পরিহিত নারীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর প্রধান কারণ হচ্ছে শালীন পোশাক ও নিজের নারী সত্তার রুচিশীল ও মার্জিত বহিঃপ্রকাশ হিসেবে হিজাবের প্রতি নারীদের সমর্থন ও আকর্ষণ।

২০১৬ সালের ৭ সেপ্টেম্বর কেনিয়ার আদালত স্কুল ইউনিফর্মের পাশাপাশি মুসলিম ছাত্রীদের হিজাব পরার অনুমতি দেন। কিছু অমুসলিম স্কুল থেকে এর বিরোধিতা শুরু হলে আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করে দেশটির খ্রিস্টানদের একটি অংশ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ