মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


অস্ট্রেলিয়ার বৃহত্তম মসজিদ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ মসজিদ সেদেশের সিডনি শহরে অতি শীগ্রই উদ্বোধন করা হবে। মসজিদটির একাংশে  ইসলামি সংস্কৃতিক কেন্দ্র  গড়ে তোলা হয়েছে।

অস্ট্রেলিয়ান ইসলামি সংস্কৃতি কেন্দ্রের প্রধান শফিক আব্দুর রহমান আব্দুল্লাহ  গত ২১শে জানুয়ারি মিশরের সুপ্রিম ইসলামিক কাউন্সিল সদর দফতরে মিশরের এন্ডোভমেন্টস মন্ত্রী মুহাম্মাদ মোখতার জুময়া এক সাক্ষাৎকারে বলেন: অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ মসজিদ ‘ওমর ইবনে খাত্তাব’ এবং ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র অতি শীঘ্রই সেদেশের সিডনি শহরে উদ্বোধন হবে।

অস্ট্রেলিয়ান ইসলামি সংস্কৃতি কেন্দ্রের প্রধান ওমর ইবনে খাত্তাব মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মিশরের এন্ডোভমেন্ট মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।

এছাড়াও তিনি মিশরের এন্ডোভমেন্ট মন্ত্রণালয় অস্ট্রেলিয়ায় ধর্মীয় মুবাল্লিগ প্রেরণ এবং এর মাধ্যমে ধর্মীয় সেবা প্রদান করার জন্য মোবারকবাদ জানিয়েছেন।

শফিক আব্দুর রহমান আব্দুল্লাহ অস্ট্রেলিয়ার ‘ওমর ইবনে খাত্তাব’ ফয়সাল অনুষদের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

শফিক বলেন, ‘ওমর ইবনে খাত্তাব; মসজিদটির উদ্বোধনের সাথে সাথে বিশ্বের নির্যাতি মুসলিমদের ওপর চালানো লোমহর্ষক অভিযান ও সন্ত্রাসী আগ্রাসন মোকাবেলায় মুসলমানদের করণীয় পদক্ষেপ সম্পর্কেও   আন্তর্জাতিক সম্মেলনও অনুষ্ঠিত হবে’।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ