আওয়ার ইসলাম: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো সম্প্রতি ৭৪০ ওজনের একটি শক্তিশালী স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বলে খবর পাওয়া গেছে।
এ স্যাটেলাইট চীন ও পাকিস্তানের ওপর নজরদারির ক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর জন্য বেশ সহায়ক হবে। সেইসঙ্গে স্পেস কিডজ এর ছাত্রদের তৈরি বিশ্বের সবচেয়ে হালকা একটি স্যাটেলাইটও উৎক্ষেপণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এ দুটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হয় বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।
খবরে আরো বলা হয়েছে, ইসরোর অত্যন্ত শক্তিশালী রকেট ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’বা ‘পিএসএলভি-সি-৪৪’-তে চড়ে কক্ষে পৌঁছায় ‘মাইক্রোস্যাট-আর’এবং মাত্র ১.২৬ কেজি ওজনের ‘কালামস্যাট’স্যাটেলাইট।
‘কালামস্যাট’ স্যাটেলাইটটি কাঠের চেয়ারের চেয়েও হালকা৷ এটির নাম রাখা হয়েছে দেশটির প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নামে৷।
ভারতীয় সেনাবাহিনীর গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে ‘মাইক্রোস্যাট-আর’ স্যাটেলাইটটি। দুটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করায় সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
-এটি