রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ট্রাম্পেরই স্বাক্ষরে অবসান ৩৫ দিনের শাটডাউনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনৈতিক চাপের মুখে সাময়িকভাবে শাটডাউন তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৫ দিন ধর চলার পর শুক্রবার শাটডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

শুক্রবার শাটডাউনের ৩৫তম দিনে হোয়াইট হাউসের গোলাপ বাগানে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি সংস্থায় তহবিল যোগানোর বিষয়ে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন ট্রাম্প। ওই সময়ের মধ্যে যথাযথ চুক্তি না হলে আবারও শাটডাউনের হুমকি দেন তিনি। তবে কংগ্রেসের ডেমোক্র্যাটদের তরফে সীমান্ত নিরাপত্তা প্রশ্নে উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, অবশেষে রাজনৈতিক চাপের কাছে হার মেনেছেন ট্রাম্প। তবে এ ব্যাপারে টুইট করে ট্রাম্প দাবি করেছেন, ‘লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণে ট্রাম্পের প্রস্তাবিত ৫৭০ কোটি মার্কিন ডলার অনুমোদনে সম্মত না হওয়ায় সরকারি সংস্থায় বরাদ্দের বিলে স্বাক্ষর করতে অস্বীকার করেন রিপাবলিক্যান প্রেসিডেন্ট ট্রাম্প। এতে সৃষ্টি হয় ওই শাটডাউন বা অচলাবস্থা।

সরকারি সংস্থায় তহবিল যোগানোর বিষয়ে চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি খুবই গর্বের সঙ্গে আজ ঘোষণা করছি যে, শাটডাউন বন্ধে আমরা চুক্তিতে পৌঁছেছি এবং পুনরায় ফেডারেল সরকার খুলতে যাচ্ছি।

তিনি আরও বলেন, ‘তিন সপ্তাহের জন্য ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত সরকারের অর্থ বরাদ্দের জন্য আমি বিলে স্বাক্ষর করবো। আমি এটাও নিশ্চিত করছি যে, কর্মচারীরা খুব দ্রুত বা যত দ্রুত সম্ভব তাদের বকেয়া পাওনাদি পেয়ে যাবেন।’ ‘শাটডাউনের’ ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ‘খাঁটি দেশপ্রেমিক’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করতে এর আগে জরুরি অবস্থা জারির হুমকি দিলেও শুক্রবার সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। তিনি জানান, এখনকার জন্য তিনি কোনও 'শক্ত বিকল্প' বেছে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি লিখেছে, বিকল্প হিসেবে সেনাবাহিনীর বরাদ্দ সরিয়ে নেওয়ার বিকল্প সামনে রয়েছে ট্রাম্পের। তবে এ ধরনের পদক্ষেপ সাংবিধানিক জটিলতা বা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ