রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

মানবিক করিডোরের নামে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে: ইসলামী আন্দোলন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাখাইনে মানবিক করিডোরের অন্তরালে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। 

শনিবার (৩ মে) কাউতলীস্থ স্বপ্নতরী কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মানছুর আহমদ সাকী।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, স্বাধীনতার ৫৪ বছরে অনেক নির্বাচন হয়েছে। কিন্তু জনসমস্যার সমাধান হয়নি, মানুষ তাদের অধিকার ফিরে পায়নি। কাজেই যেনতেন নির্বাচন হলেই সমস্যার সমাধান হবে না। এ জন্য একটি কার্যকরী সংস্কার প্রয়োজন। রাষ্ট্র সংস্কার করেই পিআর পদ্ধতিতে আগে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে মানুষের আশা-আকাঙ্খা পূরণ হবে না।  

তিনি আরও বলেন, এখনো সারাদেশে চাঁদাবাজি ও হত্যাকান্ডের ঘটছে। খুন-ধর্ষণ, অপহরণের ঘটনা ঘটেই যাচ্ছে। এদেরকেও বিচারের মুখোমুখি করা উচিত। আইনের শাসন প্রতিষ্ঠার এখনই সময়। খুনি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ ও লুটেরাদের রাজনীতিতে নিষিদ্ধ করতে না পারলে বিগত সময়ের রাজনীতি ফের চালু হবে।

সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দীনি সংগঠনের ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উপদেষ্টা আলহাজ্ব মুসলেহ উদ্দিন ভুইয়া, মুফতি জসিম উদ্দিন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি শেখ মুহাম্মদ শাহ আলম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান হিফয্, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহসিনুল করীম হারুনী, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা এম আবু হানিফ নোমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল আলম।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, রাখাইন রাজ্য নিয়ে আমাদের অপ্রীতিকর অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে ১৪-১৫ লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। মায়ানমারে গৃহযুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট মানবিক পরিস্থিতির প্রতি আমরা সংবেদনশীল। তা সত্ত্বেও দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতা, স্বশস্ত্র যুদ্ধ ও জাতিগত হানাহানিতে বিপর্যস্ত এই রাজ্যের জন্য “মানবিক করিডোর” প্রতিষ্ঠার বিষয়টি কেবলই মানবিক না বরং এর সাথে দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িত হয়ে পড়েছে। তাই বিস্তর বোঝাপড়া এবং রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা ছাড়া এই ধরণের সিদ্ধান্ত  কোনভাবেই মেনে নেয়া যায় না। করিডোরের অন্তরালে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা তা ভেবে দেখতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ