মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আফগানিস্তান থেকে ১৮ মাসের মধ্যে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ দিন পর আফগানিস্তান থেকে দেড় বছরের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহারে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত খসড়া শান্তি চুক্তি করতেও প্রস্তুত তারা। তালেবানের দাবি, কাতারে এক আলোচনায় মার্কিন বিশেষ দূত জালমি খালিলজাদ এ বিষয়ে সম্মতি দিয়েছেন।

১৭ বছর ধরে আফগান বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু অর্ধেক দেশ এখনো তালেবানের নিয়ন্ত্রণে। আফগানিস্তানে ন্যাটোর ১৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। এখন তারা অর্ধেক সেনা ফিরিয়ে নেয়ার কথা ভাবছে।

তালেবানের সাথে শান্তি আলোচনার। তালেবানের দাবি, ১৮ মাসের মধ্যে আফগানিস্তান থেকে প্রত্যাহার হবে বিদেশি সেনা। তবে যুক্তরাষ্ট্র বা তালেবানের পক্ষ থেকে এখনও কোনো যৌথ বিবৃতি দেয়া হয়নি।

অগ্রগতির কথা জানিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ শান্তি দূত জালমে খলিলজাদও। তিনি জানান, কিছুদিনের মধ্যে আবারও বৈঠক হবে। খলিলজাদের সাথে একমত জানিয়ে টুইট করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সূত্র: এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ