আওয়ার ইসলাম: অন্তত চারটি পরমাণু চুল্লি তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যা বর্তমানে নির্মাণাধীন অবস্থাতে আছে বলে জানা গেছে।
গতকাল রোববার (২৭ জানুয়ারি) ইরানের পরমাণু বিশেষজ্ঞ আকবর সালেহির দেওয়া সাক্ষাৎকারের বরাতে করা প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইরানের পরমাণু বিশেষজ্ঞ সাক্ষাৎকারে বলেন, আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়া দেখতে ইরান প্রস্তুত, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর।
সম্প্রতি আরব দেশগুলো পরমাণু চুল্লি স্থাপন করেছে। সেসব ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞ প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, ইরানি এবং বিদেশি প্রযুক্তিগত বিশেষজ্ঞরা পারমাণবিক চুল্লির নিরাপত্তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
-এটি