আবদুল্লাহ তামিম: তাকফিরি গোষ্ঠী আইএস ইরাকের আল-আনবার প্রদেশের একই পরিবারের তিন জন সদস্যকে গুলি করে হত্যা করেছে।
আল-আনবার প্রদেশের হাদিসা শহরের কাউন্টি কাউন্সিলের প্রধান খালেদ সালমান জানান, আইএসের সদস্যরা এ শহরের পশ্চিমাঞ্চলের এক পরিবারের তিন জন সদস্যকে গুলি করে হত্যা করেছে।
তিনি আরো জানন, নিহতরা মাশরুম সংগ্রহ করায় ব্যস্ত ছিল। এসময় আইএস তাদেরকে গুলি করে হত্যা করে।
২০১৪ সালে তাকফিরি আইএস ইরাকের এক-তৃতীয়াংশ জমি দখল করে। তবে বিগত তিন বছরে তাদের হাত থেকে দখলকৃত জমি মুক্ত করা হয়। তবে দায়েশের সদস্যরা এখনও বিভিন্ন অঞ্চলে তাদের সন্ত্রাসীমুলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, ইরাকের একটি প্রদেশ আল আনবনার। আয়তনের দিক থেকে এটি ইরাকের বৃহত্তম প্রদেশ, কিন্তু এটি ইরাকের সবচেয়ে জনবিরল প্রদেশগুলির একটি।
সৌদী আরব, সিরিয়া ও জর্দানের সাথে প্রদেশটির সীমান্ত আছে। আল আনবারের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সুন্নি আরব। আর রামাদি শহর প্রদেশটির রাজধানী।
-এটি