আবদুল্লাহ তামিম: জার্মানের নর্থবাইন-ওয়েস্টফালিয়া প্রদেশের মেন্ডেল শহরে তুর্কি ইসলামিক অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের আওতাধীন ইয়াশিল জামে মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়েছে।
জার্মানের পশ্চিমাঞ্চলে ইয়াশিল জামে মসজিদে অজ্ঞাত ইসলাম বিদ্বেষীরা ২৬শে জানুয়ারি এই হামলা চালায়।
হামলাকারীরা মসজিদের সামনের অংশের কাচ ভেঙ্গে ওজুখানায় প্রবেশ করে ওযুখানা ও মসজিদে আগুন লাগানোর উদ্দেশ্যে পেপারে আগুন লাগিয়ে দেয়।
এ হামলার কিছুক্ষণের মধ্যে পুলিশ উপস্থিত হয়।বিভিন্ন সূত্র ধরে হামলাকারীদের গ্রেফতার করার জন্য অভিযান শুরু করে।
নর্থবাইন-ওয়েস্টফালিয়া প্রদেশটি জার্মানের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। এই প্রদেশটি সেদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই প্রদেশের প্রায় ৩ শতাংশ জনগণ মুসলমান অধিবাসী।
-এটি