আওয়ার ইসলাম: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নীল মসজিদে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
প্রতিযোগিতার অনুষ্ঠান গত ২৭ জানুয়ারি ম্যানিলাস্থ ইরানি কালচারাল অ্যাটাশের সহযোগিতায় ফিলিপাইনের ১২ জন প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পুরুষ বিভাগে ৬ জন এবং নারী বিভাগে ৬ জন প্রতিযোগী শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বলেও জানা যায়।
-এটি