মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


খালি হাতে ম্যানিলার বহুতলে বেয়ে উঠে গ্রেফতার ‘ফরাসি সুপারম্যান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালি হাতে বিশ্বের বিভিন্ন বহুতল বেয়ে উঠাই নেশা অ্যালেইন রবার্টের। আইফেল টাওয়ার, সিডনি অপেরা হাউস, কুয়ালা লামপুরে পেট্রোনাস টুইন টাওয়ার্স, দুবাইয়ের বুর্জ খালিফা- কোনও দড়ি ছাড়া চড়েছেন তিনি। নাম তুলেছেন গিনেস বুকেও।

মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় সেই একই কাজ করে গ্রেফতার হতে হলো ৫৬ বছরের এই ফরাসি ‘ফ্রিক্লাইম্বার’কে। এদিন ম্যানিলার উচ্চতম বহুতল ‘জি টি টাওয়ার’-এ উঠেছিলেন তিনি।

কোনও দড়ি ছাড়া অ্যালেইনকে ৪৭ তলা বাড়িটির গা বেয়ে উঠতে দেখে আঁতকে উঠেছিলেন পথচারীরা। ভিড় জমে গিয়েছিল রাস্তায়। অভূতপূর্ব বিষয়টি দেখে মজাও পেয়েছেন অনেকেই। বহুতলটির মাথায় উঠে ফিরে আসতে অ্যালেইনের সময় লাগে প্রায় দু’ঘণ্টা।

মাটিতে নামার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে পুলিশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, এটাই তার বেঁচে থাকার পথ বলে দাবি করেছেন তিনি। তার বিরুদ্ধে প্রকাশ্যে গোলমাল করার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, খালি হাতে সব থেকে বেশি বহুতলে চড়ার বিশ্বরেকর্ড রয়েছে অ্যালেইনের। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী কোনও সাহায্য ছাড়া ১০০টিরও বেশি বহুতলে চড়েছেন তিনি। তবে প্রতিবারেই যে সাফল্য এসেছে তা নয়।

গত বছর জুন মাসে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে ১২৩ তলা ‘লোটে ওয়ার্ল্ড টাওয়ার’ চড়া শুরু করেছিলেন তিনি। অর্ধেকের বেশি তলা ওঠার পর নিরাপত্তারক্ষীরা জোর করে তাকে নামিয়ে আনেন। খালি হাতে বহুতলে চড়তে গিয়ে অনেকবারই পড়ে গিয়েছেন তিনি। দুর্ঘটনার জেরে অ্যালেইন এখন প্রায় ৬৬ শতাংশ প্রতিবন্ধী। এর আগেও বহুবার গ্রেফতার হয়েছেন তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ