মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি আল-হামদুল্লাহর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি আল-হামদুল্লাহ পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (২৯ জানুয়ারি) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দেন রামি ও তার নেতৃত্বাধীন ঐক্য সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। পদত্যাগের এ ঘটনা গাজার হামাস শাসকদের সঙ্গে আব্বাসের ফাতাহ’র সম্প্রীতির প্রচেষ্টাকে সংশয়ের মুখে ঠেলে দিয়েছে।

প্রতিবেদনটির বরাতে জানা যায়, পশ্চিম তীরের রামাল্লায় মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর এ পদত্যাগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী রামি। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহকে ক্ষমতা থেকে সরিয়ে ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ছোট দলগুলোর প্রতিনিধি এবং স্বতন্ত্রদের নিয়ে একটি নতুন সরকার চায় ফাতাহ সেনট্রাল কাউন্সিল।

উল্লেখ্য, ২০১৪ সালে সংঘাতে লিপ্ত দুই দল ফাতাহ এবং হামাসের সমঝোতার মধ্য দিয়ে রামাল্লায় রামির মন্ত্রিসভা প্রতিষ্ঠিত হয়। তাই রামির সরকারকে বলা হয় ফিলিস্তিনের জাতীয় ঐক্যমতের সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ