আওয়ার ইসলাম: বাহরাইনের বিরোধী জোট আল-ওয়েফাকের নেতা শেখ আলী সালমানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার (২৮জানুয়ারি) বাহরাইনের সুপ্রিমকোর্ট রায় বহাল রাখার আদেশ দেয়।
ইইউর মুখপাত্র সোমবার এক বিবৃতিতে বলেন, চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে আবারো বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার ব্যবস্থা নেয়া হলো। যা রাজতান্ত্রিক বাহরাইনে সব দলের অংশগ্রহণে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি করবে।
এছাড়াও বাহরাইনে বিরোধী দলের জন্য রাজনৈতিক পরিসর দিন দিন ছোট হয়ে আসায় উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিরোধী দলের জন্য স্বচ্ছ বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বাহরাইন সরকার।
শেখ আলী সালমানের যাবজ্জীবন কারাদণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, লেবাননের হিজবুল্লাহ এবং ফেয়ার ট্রায়ালস অ্যান্ড হিউম্যান রাইটসের কাউন্সিল সমালোচনা করেছে।
উল্লেখ্য, শেখ সালমান বাহরাইনের সবচেয়ে বড় রাজনৈতিক জোট আল-ওয়েফাকের মহাসচিব। এ জোটকে দেশটির সরকার নিষিদ্ধ করেছে। কাতারের পক্ষে গোয়েন্দাগিরি করার জন্য গত নভেম্বরে শেখ সালমান, শেখ হাসান সুলতান ও আলী আল-আসওয়াদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বাহরাইনের আদালত।
এএ