আওয়ার ইসলাম: মিয়ানমার রাখাইন রাজ্যে বিদ্রোহীদের দমন করতে সেনাবাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গ্রামে গ্রামে এলোপাথারি গুলি বর্ষণ করেছে বলেও জানা যায়।
গতকাল বুধবার রাখাইনের একটি এলাকায় সেনাবাহিনীর ওপর আরাকান আর্মির অতর্কিত হামলার পর দুই শতাধিক সেনাসদস্য গুলি করতে করতে গ্রামের ভেতরে ঢুকে পড়ে।
মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আরাকান আর্মি জানায়, মিয়ানমারের সেনাবাহিনী বনের ভেতর অন্তত ৭০টি কামানের গোলা নিক্ষেপ করেছে। এসব গোলার মধ্যে কয়েকটি গিয়ে গ্রামের কাছে পাহাড়ের ওপর পড়েছে।
রাখাইনের রাথেডোয়াং শহরতলিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অধিবাসীদের বসতবাড়ি থেকে উৎখাত করে তাতে অবস্থান নিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এ সময় এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে তারা গ্রামে প্রবেশ করে।
অভিযানে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে গেছে সরকারি বাহিনী। আরাকান আর্মির নিজস্ব ওয়েবসাইটে অভিযানের বিষয়টি নিশ্চিত করে তারা।
-এটি