আওয়ার ইসলাম: নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। আর এর মধ্য দিয়ে প্রায় ৯ মাসের রাজনৈতিক সংকটের পর নতুন সরকার পাচ্ছে লেবানন।
ঐক্যমতের এ সরকারের মন্ত্রিসভায় থাকছেন ৩০ জন সদস্য। এর মধ্যে আছেন চার জন নারী সদস্য। প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন একজন নারী।
২০১৮ সালের মে মাসে লেবাননে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সরকার গঠনের যে বিধান দেশটিতে রয়েছে, তা মেনে এতদিন পর্যন্ত সরকার ঘোষণা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রায় সব দলের প্রতিনিধিত্ব রেখেই গঠন করা হয়েছে নতুন সরকারের মন্ত্রিসভা।
সম্প্রতি লেবাননের জোট সরকার থেকে শিয়াপন্থী হিজবুল্লাহ ও এর মিত্র রাজনৈতিকদলগুলোর ১১ মন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী সাদ আল হারিরির নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারের পতন ঘটে।
২০০৯ সালে ক্ষমতা গ্রহণের মাত্র ১৪ মাসের মাথায় তার সরকারের পতন ঘটলো।
২০০৫ সালে রফিক হারিরির হত্যাকাণ্ডে হিজবুল্লাহ সদস্যরা জড়িত- জাতিসংঘ ট্রাইব্যুনালের তদন্তে এমন অভিযোগ উঠে আসার আভাস পাওয়ার পর পরই হিজবুল্লাহ ও তার মিত্ররা মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়।
তারা এমন সময়ে পদত্যাগের ওই ঘোষণা দেন যখন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করছিলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি।
তবে হোয়াইট হাউসে ওবামার সঙ্গে বৈঠকের পর সরকার পতন সম্পর্কে সাদ হারিরির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কেপি