আওয়ার ইসলাম: আফগানিস্তানের বাঘলান প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পুল-ই-খুমরি শহরের একটি রাস্তায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাঘলান প্রদেশের পুলিশ মুখপাত্র জাভেদ বাশারাতের বরাতে জানা যায়, বাঘলান প্রদেশের পুল-ই-খুমরি শহরের একটি চেকপয়েন্টের নিকটবর্তী রাস্তায় মাইন বিস্ফোরণ ঘটেছে।
তিনি বলেন, এ মাইনটি রাত্রে কে বা কারা রাস্তায় পুতে রেখেছিল। এ বিস্ফোরণের ফলে পুল-ই-খুমরি শহরের অধিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বাগলান প্রদেশের একটি অনিরাপদ এলাকা হচ্ছে পুল-ই-খুমরি। চলতি বছরের শুরু থেকে বেশ কয়েকবার নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে হয় স্বাধীনতাকামী গোষ্ঠী।
-এটি