মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


বিহারে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৭, আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রবিবার ভোররাতে ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত সাত যাত্রীর। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। দুর্ঘটনাগ্রস্ত বগিতে আটকে থাকার আশঙ্কা আরও কিছু যাত্রীর।

গভীর রাতের এই দুর্ঘটনায় সীমাঞ্চল এক্সপ্রেস নামের ট্রেনটির ১১টি কামরা লাইনচ্যুত হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইনে ফাটল থাকার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

ভোররাত ৪টার একটু আগে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি বিহারের জোগবনী থেকে দিল্লি যাচ্ছিল। মৃতের সংখ্যা ২০-২৫ ছাড়াতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ত্রাণ ও উদ্ধারকারীদের একটি দল পৌঁছেছে। রেলের ডিআরএম ও কিছু উচ্চপদস্থ কর্তাও ঘটনাস্থলে পৌঁছেছেন। এসি কামরাটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে।

আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতাল, জেলা হাসপাতাল ও রেলের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেও প্রচুর চিকিৎসক রয়েছেন। রয়েছে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সও।

রেল সূত্র জানায়, যে ১২টি কামরা অক্ষত আছে, তাদের হাজিপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে অতিরিক্ত কোচ যোগ করে ট্রেনটিকে পাঠানো হবে আনন্দ বিহার টার্মিনালে। ঘটনাস্থলে আহত যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে; একই ব্যবস্থা করা হয়েছে হাজিপুর ও পাটনা স্টেশনেও।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ