মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


সংস্কার হচ্ছে মালয়েশিয়ার শ্রম আইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশী ও বিদেশি শ্রমিকদের অধিকতর আইনি সুরক্ষার নিশ্চিত করার লক্ষ্যে মালয়েশিয়ার আগের শ্রম আইনের সংস্কার আনার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।

দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান বলেন, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ নেতৃত্বাধীন সরকার দেশী ও বিদেশি শ্রমিকদের আরো আইনি সুরক্ষা প্রদানের জন্য আগের শ্রম আইন পরিবর্তনের প্রস্তাব করা হবে।

আমরা দেশি শ্রমিকদের পাশাপাশি বিদেশি শ্রমিকদেরও মর্যাদা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে চাই বলে জানান তিনি।

উল্লেখ্য, দেশটির সম্প্রসারণশীল পাম তেল, নির্মাণ ও উৎপাদন খাতে ইন্দোনেশিয়া, বাংলাদেশে এবং বিশ্বের অন্যান্য দেশের অদক্ষ শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে। এসব খাতে বিদেশি শ্রমিকরা উচ্চ পারিশ্রমিক পান; কিন্তু দেশীয় শ্রমিকদের কাজের সুযোগ কম।

সূত্র: দ্য সানডে টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ