আওয়ার ইসলাম: ইরাকের সামাররা এলাকায় আবারো বোমা হামলায় একজন শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রাকের সালাহ আল-দিন প্রদেশের একটি নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, গতকাল সকালে সামাররার ‘আল-জালালাম’ এলাকার একটি রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ফলে একজন শিশু নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন। আহতরা সকলেই নিহত শিশুর পরিবারের সদস্য।
সূত্র মতে আরো জানা যায়, একটি পরিবার গাড়িতে ছিলো। বোমাটির বিস্ফোরণ ঘটে বাহিরে। এরফলে শিশুটি নিহত হয়।
বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থয় হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশুকে ফরেনসিক বিভাগে ও আহতদের হাসপাতালে স্থানান্তর করে বলে জানা যায়।
-এটি