সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


সন্ন্যাসিনীদের যৌন হয়রানি করেন পুরোহিত-যাজক-বিশপেরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরোহিত, যাজক ও বিশপেরা সন্ন্যাসিনীদের (নান) যৌন হয়রানি করেন বলে স্বীকার করেছেন স্বয়ং ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় কেন্দ্র ভ্যাটিক্যানের প্রধান পোপ ফ্রান্সিস! মঙ্গলবার তার এই স্বীকারোক্তির পরই তোলপাড় হয়েছে বিশ্বজুড়ে।

পোপ ফ্রান্সিস আরব সফরে ছিলেন। সেখানেই বিশপদের কাছে সন্ন্যাসিনীদের হেনস্থা হওয়ার অভিযোগ নিয়ে পোপ ফ্রান্সিসের কাছে প্রশ্ন করেন এক সাংবাদিক। পোপ উত্তর দেন, ‘কিছু যাজক এবং বিশপ তো আছেনই, যারা এমন করেছেন।’

গত সপ্তাহেই ভ্যাটিক্যানের একটি নারীবাদী পত্রিকার বিশেষ সংখ্যার বিষয় ছিল, বিশপদের হাতে সন্ন্যাসিনীদের ধর্ষিত হওয়ার ঘটনা।

সেখানে দাবি করা হয়েছে, বিশপেরা সন্ন্যাসিনীদের ধর্ষণ করেন, তার পরে তাদের জোর করে গর্ভপাত করাতে বাধ্য করেন। আর তা না হলে অচেনা-অজানা শিশু হিসেবে সন্তানদের বড় করতে হয়,  পিতৃপরিচয় গোপন রেখে।

গত বছর জুন মাসে ভারতের কেরালার এক সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই প্রদেশটির জলন্ধর এলাকার এক বিশপের বিরুদ্ধে। ওই সন্ন্যাসিনী মুখ খোলার পর তোলপাড় পড়ে যায়। তবে জেরার শেষে গ্রেফতার করার পরেও মুক্তি পেয়ে যান অভিযুক্ত বিশপ ফাদার ফ্র্যাঙ্কো। এমনকি, তিনি জামিন পাওযার পরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার অনুগামীরা।

অন্যদিকে, ফাদারের বিরুদ্ধে প্রধান সাক্ষী হিসেবে যিনি মুখ খুলেছিলেন, সেই বিশপের অস্বাভাবিক মৃত্যু হয়। এই ঘটনা ভ্যাটিক্যান অবধি গড়িয়েছিল। ভ্যাটিক্যানের হস্তক্ষেপ চেয়ে বিচারের আবেদন করেছিলেন অভিযোগকারিণী সন্ন্যাসিনী। তারপর পোপ ফ্রান্সিসের নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হন অভিযুক্ত ফ্র্যাঙ্কো।

পোপ ফ্রান্সিস মঙ্গলবার জানান, ‘এই সমস্যা যেকোনও জায়গাতেই রয়েছে। কিন্তু কোনও কোনও জায়গায় যেন এর তীব্রতা একটু বেশিই।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এটা হতেই থাকবে। কারণ এটা এমন একটা বিষয়, যেটা এরকম আপনাআপনিই মিলিয়ে যাওয়ার জিনিস নয়।’

তিনি আরও জানান, এই বিষয়টা নিয়ে ভ্যাটিক্যান দীর্ঘ দিন ধরেই কাজ করছে। বিভিন্ন অভিযোগে অনেককে সাসপেন্ডও করা হয়েছে। তিনি বলেন, ‘আমি শুনতে চাই না, চার্চ নিজের সমস্যার কথা স্বীকার করে না।’ ফ্রান্সিস মেনে নেন, ‘এগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, নারীজাতিকে নিচু চোখে দেখারই ফল এগুলো।’

১৯৯০ সাল থেকে ভ্যাটিক্যানের কাছে প্রথম খবর আসতে শুরু করে আফ্রিকা থেকে। অভিযোগ, সন্ন্যাসিনীদের যৌন হেনস্থা করছেন ফাদার ও বিশপেরা। তারপর থেকেই চলছে একই ধারা। ‘উইমেন চার্চ ওয়ার্ল্ড’ পত্রিকার ফেব্রুয়ারি সংখ্যায় এ বিষয়ে লেখা হয়, বিতাড়িত হওয়ার ভয়ে দশকের পর দশক ধরে চুপ করে এই হেনস্থা সহ্য করে চলেছেন সন্ন্যাসিনীরা।

তবে বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য অভিযোগ আসলেও এত দিন পর্যন্ত ভ্যাটিক্যানের পক্ষ থেকে এসব অভিযোগ কখনোই এমন প্রকাশ্যে স্বীকার করা হয়নি। পোপ ফ্রান্সিস এবার সত্যিটা সর্বসমক্ষে স্বীকার করে নিলেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ