মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


শতাব্দী শেষে বদলাবে পৃথিবীর রঙ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীল হবে গাঢ় নীল; সবুজ হবে আরও সবুজ। এই শতাব্দীর শেষে এভাবেই বদলে যাবে আমাদের বাসযোগ্য পৃথিবীর রঙ।

এ তথ্য জানিয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা বলছে, সেই পরিবর্তন হয়ত আমাদের চোখে ধরা দেবে না। তবে শতাব্দী শেষে মহাকাশ থেকে এই গ্রহের ছবি তুললে, চির পরিচিত পৃথিবীর রঙ বদলটা বোঝা যাবে।

গবেষকেরা আরও বলছেন, বিশ্ব উষ্ণায়ন এবং তার ফলে সমুদ্রে থাকা ফাইটোপ্ল্যাংটনের বাসস্থান বদলকেই এর জন্য দায়ী করেছেন তারা। পৃথিবীর রঙ নীল-সবুজ হওয়ার পেছনে থাকবে ফাইটোপ্ল্যাংটনের কারসাজি।

এমআইটির গবেষক দলের প্রধান স্টিফেন ডাটকিউইচ জানিয়েছেন, ‘একবিংশ শতকের শেষে সমুদ্রের রঙয়ের অন্তত পঞ্চাশ শতাংশে বদল আসবে।’

তিনি আরও জানান, সমুদ্রের রঙ নীল থেকে সবুজ হয় ফাইটোপ্ল্যাংটনদের অবস্থানের কারণে। কোন প্রজাতির ফাইটোপ্ল্যাংটন কীভাবে সজ্জিত রয়েছে, তার উপর রঙ নির্ভর করে। সমুদ্রের রঙ গাঢ় হওয়ার অর্থ সেখানে ফাইটোপ্ল্যাংটন কম রয়েছে। ফাইটোপ্ল্যাংটনের আধিক্যের কারণে জলকে সবুজ দেখায়।

গবেষকরা বলছেন, বিভিন্ন প্রজাতির ফাইটোপ্ল্যাংটন সূর্যের আলো ভিন্ন ভিন্নভাবে শোষণ করে। গ্রীষ্ম মণ্ডলীয় অঞ্চলে ফাইটোপ্ল্যাংটন কমে যাওয়ার কারণে গাঢ় রং ধারণ করবে। আর মেরু অঞ্চলগুলো এখন যার রঙ সবুজ দেখায়, সেগুলো আরও গাঢ় সবুজ হয়ে যাবে। কারণ সেখানকার তাপমাত্রা বাড়ার ফলে বিভিন্ন ধরনের ফাইটোপ্লাংটনের সমাবেশ ঘটবে।

গবেষকরা গবেষণাগারে বিশ্ব উষ্ণায়ন নিয়ে এক কৃত্রিম অবস্থা তৈরি করেন। গ্লোবাল টেম্পারেচার তিন ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে তারা দেখেন, ফাইটোপ্ল্যাংটনগুলো নীল এবং সবুজ রঙের তরঙ্গ দৈর্ঘ্য শোষণে বিরূপ প্রভাব দেখাচ্ছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ