আবদুল্লাহ তামিম: ফিলিস্তিনের উত্তরাঞ্চলের ‘তাবারিয়া’ শহরের মেয়র আল-বাহরি নামক একটি মসজিদকে যাদুঘরে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছে বলে জানা যায়।
ফিলিস্তিনের একাধিক সূত্র মতে ইহুদি নিবাসি তাবারিয়া শহরের ‘আল-বাহরি’ মসজিদটিকে যাদুঘরে রূপান্তরিত করার জন্য সে শহরের পৌরসভার কর্মচারীরা ৪ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে মসজিদের প্রাঙ্গণ ভেঙ্গে ফেলেছে।
ওই শহরটির নতুন মেয়রের এ পদক্ষেপে এলাকার মুসলিমরা ব্যাপক নিন্দা ও বিক্ষোভ করেছে বলে জানা যায়।
সূত্রমতে আরো জানা যায়, এ মসজিদটি ইহুদিদের অগ্নি সংযোগ, গম্বুজে অবমাননাকর উক্তি লেখা ও শয়তানীমূলক চিত্র অংকন করার ফলে ২০০০ সালে বন্ধ হয়ে যায়।
তাবারিয়া শহরে ইসলামি সম্পদগুলো জোর করে দখল কারার বিষয়টি এ প্রথম নয়। এর পূর্বেরও ইসলামি সম্পদ দখল করে কফি শপ অথবা পাবলিক প্লেসে পরিণত করেছে ইসরায়েল।
-এটি