আওয়ার ইসলাম: ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় মোট ৩৪ হাজার বর্গ কিলোমিটার জমি ইসলামিক স্টেট বা আইএস নামের জঙ্গি সংগঠনের দখলে ছিল। টানা চার বছর লড়াই চালিয়ে তাদের থেকে বেশিরভাগ জমিই উদ্ধার করা হয়েছে বলে দাবি জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই অবস্থায় বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আইএসের হাতে এখনও যে জমি আছে, তা আগামী সপ্তাহের মধ্যেই কেড়ে নেওয়া যাবে।
গত ডিসেম্বরেই ট্রাম্প ঘোষণা করেন, আইএসকে পরাজিত করা গেছে। সেজন্য দুই হাজার সেনা ইরাক থেকে সরিয়ে আনা হবে। আইএসের বিরুদ্ধে যুদ্ধে যে দেশগুলো যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছিল, তাদের প্রতিনিধিরা বুধবার ওয়াশিংটনে এক বৈঠকে বসেন। মোট ৭০টি দেশের প্রতিনিধি বৈঠকে ছিলেন। আগামী দিনে আইএসকে কীভাবে মোকাবিলা করা যাবে তা নিয়ে আলোচনা হয়। সেখানেই ট্রাম্প বলেন, মনে হচ্ছে, আগামী সপ্তাহে আইএসের থেকে অবশিষ্ট জমিও কেড়ে নেওয়া যাবে।
একইসঙ্গে ট্রাম্প জানান, আগামী দিনেও আইএস সম্পর্কে কঠোর অবস্থানই নেবে যুক্তরাষ্ট্র। আইএসের শেষতম ব্যক্তিটিকেও পরাজিত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে।
আল কায়েদা নামে জঙ্গি সংগঠনের দলছুট গোষ্ঠী হিসেবে আইএসের জন্ম হয়; যার পুরো নাম ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দি লেভান্ত। তাদের লক্ষ্য– সিরিয়া, ইরাক ও তার বাইরে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলা। একটি পরিসংখ্যান থেকে জানা গেছে, এখনও পর্যন্ত ২১টি দেশে মোট ৯০ বার হামলা চালিয়েছে আইএস। নিহত হয়েছেন একহাজার ৪০০ লোক।
কেপি