সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


সুন্নি বিদ্রোহীদের পাশে দাঁড়াতে আইএসে যোগ দেয় সৌদি যুবকেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধোঁকায় পড়ে আইএসে যোগ দেয়নি সৌদি আরবের যুবকেরা। বরং সিরিয়াতে সুন্নি বিদ্রোহীদের পাশে দাঁড়াতে তারা আইএসে যোগ দেয়।

সম্প্রতি প্রকাশিত ‘কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এ প্রতিবেদনে বলা হয়েছে, আইএসে যোগদানকারী সৌদি আরবের যুবকদের মধ্যে সেনাসদস্য থেকে মসজিদের ইমাম পর্যন্ত রয়েছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ‘কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ তাদের এ গবেষণার রিপোর্ট প্রকাশ করে। আইএসের ফাঁস হওয়া নথির ভিত্তিতে ৪০ পৃষ্ঠার এ গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ফাঁস হওয়া নথি থেকে তারা এমন ৭৫৯ জন সৌদি নাগরিকের নাম পেয়েছে, যারা আইএসে নাম লিখিয়েছিল।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৪ সালে তারা তাদের দেশের যুবকদের ইসলামিক স্টেটে যোগ দেওয়া নিষিদ্ধ করে। কিন্তু এর আগেই দেশটির প্রায় আড়াই হাজার নাগরিক সিরিয়াতে গিয়েছিল। যাদের তথ্য পাওয়া গেছে, তাদের সংখ্যা এর প্রায় এক তৃতীয়াংশ।

গবেষকরা জানিয়েছেন, ২০১১ সাল থেকে চলতে থাকা সিরিয়া সঙ্কটের মধ্যে সৌদি আরবের নাগরিকেরা দেখতে পেয়েছিল বড় মাত্রার সাম্প্রদায়িক বিভাজন। ২০১৩ সালের মে মাসে ইরান সমর্থিত হিজবুল্লা সিরিয়ার আসাদ বাহিনীর পক্ষে যুদ্ধে জড়ায়। অন্যদিকে আসাদের বিরোধীরা মূলত সুন্নি।

গবেষক আবদুল্লা বিন খালেদ আল সৌদ বলেছেন, নতুন প্রজন্মের সৌদি নাগরিকরা বঞ্চনার কারণে সন্ত্রাসবাদে জড়িয়েছে এমন ধারণা সঠিক নয়।

এএ/কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ