মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আল-আকসার ইমামকে অপরণ করলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের ইমাম শায়খ ওয়ালিদ সিয়ামকে অপরণ করে নিয়ে গেছে ইসরাইলের পুলিশ।

ফিলিস্তিনের গণমাথ্যম হারতেজ ও ফিলিস্তিন নিউজ এর বরাতে জানা যায়, গতকাল বুধবার রাতে একদল ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনের জেরুসালেমে অবস্থিত ইমামের বাসভবনে হানা দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।

আল-আকসা মসজিদের সাহিত্য বিভাগের পরিচালক রেজওয়ান আমরু এ বিষয়ে বলেন, আমাদের ইমাম শায়খ ওয়ালিদ সিয়ামের বাসা পুরোনো কুদসের খান আয-যেইত এলাকায় অবস্থিত। ইসরায়েলের পুলিশ গতরাতে তার বাসায় হানা দিয়েছে। কোনো অপরাধ ছাড়াই শায়েখ সিয়ামকে অপহরণ করেছে তাকে।

অন্যদিকে ফিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল শহরের পুরোণো এলাকায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি দৈনিক হারতেজ বিরাতে জানা যায়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদিদের হামলা-নির্যাতন আগের বছরের চেয়ে তিনগুণ বেড়েছে।

সূত্র: ফিলিস্তিন নিউজ নাউ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ