আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবিতে ওয়াকফ বোর্ডে স্মারকলিপি প্রদান করেছে ‘সারা বাংলা ইমাম-মুয়াজ্জিন কাউন্সিল’।
বুধবার পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ওয়াকফ বোর্ডের দফতরে ওই স্মারকলিপি দেয়া হয়।
'সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন'র সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এক প্রতিনিধিদল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল গনিকে উদ্দেশ করে লেখা স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে ইমাম-মুয়াজ্জিন হিসেবে দায়িত্বপালনকারী প্রত্যেকের ভাতা প্রদান ও প্রশাসনিক হেনস্থা বন্ধ করা, ইমামদের মাসিক ভাতা পাঁচ হাজার ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা দুই হাজার টাকা করা, ওয়াকফ সম্পত্তি জবরদখল মুক্ত করে তা বাণিজ্যিকীকরণ করা, দরিদ্র ইমাম-মুয়াজ্জিনদের গীতাঞ্জলী আবাসন প্রদান করা, বার্ধক্যজনিত কারণে অবসরপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনদের বার্ধক্য ভাতা চালু করা ইত্যাদিসহ ১১ দফা দাবি জানানো হয়েছে।
‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’র সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান এ সম্পর্কে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরিদ্র ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘নিজভূমি নিজ গৃহ’ প্রকল্পে গীতাঞ্জলী আবাসন ও প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলেও তা এখনও পূরণ করা হয়নি।
এব্যাপারে সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের কাছে বার বার আবেদন জানিয়েও কোনো ফল হয়নি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অবৈধভাবে হস্তান্তর হওয়া এবং জবরদখল হয়ে থাকা ওয়াকফ সম্পত্তি নিয়ে উপযুক্ত তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ করা হয়নি বলেও মুহাম্মাদ কামরুজ্জামান অভিযোগ করেন।
আরআর