মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


পাকিস্তানে আজ 'বোন দিবস'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ১৪ ফেব্রুয়ারি। অনেক দেশে পালিত হচ্ছে ‘ভ্যালেন্টাইন’স ডে’। তবে পাকিস্তানে ‘ভ্যালেন্টাইন’স ডে’ নয়, ‘সিস্টার’স ডে’ হিসেবে পালন করতে হবে! এমনই একটি নির্দেশিকা জারি করা হয়েছিল একটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

ফয়জলাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য জাফর ইকবাল রনধাওয়া এ আদেশ জারি করেন বলে জানা যায়। সেই অনুযায়ী আজ বোন দিবস পালিত হচ্ছে।

ইসলামের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতেই এ পদক্ষেপ বলে জানা গেছে। এমনকি ওই দিনে মেয়েদের উপহার হিসেবে কী দেওয়া হবে, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে।

সহ-উপাচার্যসহ বাকি কর্মকর্তাদের মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন মেয়েদের উপহার হিসেবে দেওয়া যেতে পারে ওড়না ও গা’ঢাকা পোশাক। এমনকি পাকিস্তানের সংস্কৃতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এর আগেও ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশিকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সমস্ত রকম ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের ওপরে। গতকাল পাকিস্তানে ‘ভ্যালেন্টাইন’স ডে’ পালন করার প্রতিবাদে বিক্ষোভও অনুষ্ঠিত হয়।

এর আগে পাকিস্তানে সংবাদমাধ্যমের উপরেও ভ্যালেন্টাইন’স ডে-র প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ সে সমারোহেই পালিত হচ্ছে এ দিনটি।  সূত্র- দ্য ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ