আওয়ার ইসলাম: কলকাতা ধর্না মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এর পরের আন্দোলন হবে দিল্লিতে।
গতকাল মোদিবিরোধী ধর্নায় মমতার পাশে যোগ দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান নেতা ফারুক আব্দুল্লাহ, সিপিএম সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরিসহ অন্যান্য দলের প্রতিনিধিরা।
মমতা বলেন, রাজ্যের রাজনীতিকে কংগ্রেস ও বাম আমাদের প্রতিপক্ষ কিন্তু কেন্দ্রের রাজনীতি মোদি সরকার হটাতে আমরা একসঙ্গে কাজ করে যাব।
ফারুক আব্দুল্লাহ বলেন, আমরা সবাই প্রধানমন্ত্রী হতে চাই। কিন্তু প্রধানমন্ত্রী পরে হবেন। আগে এই সরকারকে হটান।
মোদি সরকাররের হিন্দুত্ববাদী রাজনীতির কড়া সমালোচনা করে এই নেতা আরও বলেন, আমরা কি হিন্দু বা মুসলমান কাউকে বলি এটা খাবেন না ওটা করবেন না? মুসলমানদের বলা হচ্ছে এই দেশে থাকতে হলে আমাদের কথা শুনতে হবে।
আমি এই হিন্দুদের জিজ্ঞাসা করি, এই দেশটা কি আপনার বাপের? মোদি হটাও, দেশ বাঁচাওয়ের ডাক দিয়েছি আমরা।
আরআর