শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন `মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

কুকুর বিড়াল লালন-পালনে ইসলাম কী বলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: আমাদের সমাজে অনেকে  শখ করে কুকুর-বিড়াল লালন-পালন করেন। একটা প্রাণী বাড়িতে থাকবে, ঘুরঘুর করবে, দেখতে সুন্দর লাগবে। তাতে বাড়ির সৌন্দর্য বর্ধিত হবে, মূলত এজন্য আমরা অনেকে কুকুর-বিড়াল লালন-পালন করি কোন প্রকার প্রয়োজন ছাড়া।

অথচ শুধু শৌখিনতার জন্য, সুন্দর বর্ধিত করার জন্য কোন কারণ ছাড়া কুকুর লালন-পালন করার অনুমতি ইসলামে নেই। তবে হ্যাঁ প্রয়োজনে লালন-পালন করার অনুমতি আছে।

যেমন: ঘরবাড়ি পাহারা দেয়ার জন্য কুকুর পালা, কিংবা গবাদিপশু পাহারা দেয়ার জন্য কুকুর পালা। এসকল প্রয়োজনীয় কারণ  ছাড়া কেবল শখ করে শৌখিনতাবসত কুকুর লালন-পালন করা যাবে না। ইসলামে বিনা প্রয়োজনে কুকুর পালার অনুমতি নেই।

 সূত্র: বুখারি শরিফ-২৩২২

তবে হ্যাঁ শখ করে বিড়াল পালার অনুমতি আছে।

সূত্র: বুখারি শরিফ-২৩২২, তিরিমিযি শরিফ-২/২২৩, ফাতাওয়া হিন্দিয়া-৫/৪১৬, মুহিতে বুরহনি- ৮/৯৪।

-আরএইচ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ