মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


‘আত্মরক্ষার্থে’ নেওয়া ভারতের পদক্ষেপ সমর্থন করবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 'আত্মরক্ষার জন্য' পাকিস্তানের বিরুদ্ধে ভারত যত পদক্ষেপ নেবে, সেটাকে পূর্ণ সমর্থন করা হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে শুক্রবার ফোনে কথা হয় মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের।

সংবাদ সংস্থা পিটিআইকে বোল্টন বলেন, “অজিত ডোভালের সঙ্গে আজ আমার কথা হয়েছে। তাকে বলেছি, আত্মরক্ষার্থে ভারত যা পদক্ষেপ নেবে, আমেরিকা তাতে পূর্ণ সমর্থন দেবে।’ পাশাপাশি, পুলওয়ামায় হামলার ঘটনায় দুঃখপ্রকাশও করেন বোল্টন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়ানোর পাশাপাশি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন বোল্টন। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ‘সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে উঠেছে পাকিস্তান।’

পাকিস্তান যদি এখনই জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না করে, তাহলে এর ফল ভুগতে হবে তাদের, এমনও হুঁশিয়ারিও দেয় যুক্তরাষ্ট্র।

এবারই প্রথম নয়, সন্ত্রাসবাদ নিয়ে এর আগেও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার জন্য পাকিস্তানের উপর আর্থিক নিষেধাজ্ঞাও জারি করেছিল আমেরিকা। কিন্তু তাতেও যে আখেরে লাভ হয়নি, সেটাই প্রমাণিত হল বৃহস্পতিবারের জঙ্গি হামলার পরে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ