মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মুসলিম ভেবে শিখকে ঘুষি, গ্রেফতার অভিযুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার ক্যালিফোর্নিয়ায় জাতি বিদ্বেষের শিকার হয়েছেন এক শিখ। দোকানে তার সঙ্গে বর্ণ-বিদ্বেষমূলক আচরণ করা হয়। ঘটনাটি ১৩ ফেব্রুয়ারির। এ ঘটনায় জন ক্রেইন নামক এক আমেরিকানকে গ্রেফতার করেছে পুলিশ। ক্রেইনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই শিখকে ঘুষি মেরেছেন এবং তার ওপর গরম কফি ছুড়েছেন।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো জামা পরা ক্রেইন ক্যালিফোর্নিয়ার মারিসভিলের একটি দোকানে ঢোকেন। তখন রাত ২টা। দোকানের কাউন্টার সামলাচ্ছিলেন এক শিখ কর্মী। প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ক্রেইন তাকে ঘুষি মারেন ও গরম কফি ছোড়েন।

আক্রান্ত ব্যক্তি পুলিশকে জানান, ক্রেইন দোকান থেকে কফি কেনার পর টাকা দিতে অস্বীকৃতি জানায়। এরপর সে এই ঘটনা ঘটনায়।

পুলিশ পরে ক্রেইনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ক্রেইন পুলিশকে জানিয়েছে, সে দোকানের ওই শিখকর্মীকে মুসলিম ভেবেছিল। তাই সে এমন কাজ করেছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ