আওয়ার ইসলাম: মিশরের সিনাই প্রদেশের উত্তরাঞ্চলীয় আরিশ শহরে সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষের ফলে ১৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মিশরের সরকারি সংবাদপত্র আল আহরাম এক প্রতিবেদনে লিখেছে, সিনাই প্রদেশের উত্তরাঞ্চলীয় আরিশ শহরের মরুভূমিতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে ১৬ জন নিহত হয়েছে।
সেনাবাহিনীর হামলার ফলে আরিশ শহরের আবিদাত এলাকায় ১০ জন আর আবু আতায় এলাকায় ৬ জন নিহত হয়েছে।
এদিকে মিশরের রাজধানী কায়রোয় ১৮ই ফেব্রুয়ারি হামলার ফলে ৩ জন পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনার পরে আল-আহরাম সংবাদপত্র এ খবর প্রকাশ করেছে।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে মিশরের সরকার বিভিন্ন গোষ্ঠীর সাথে যুদ্ধ করে আসছে। অধিকাংশ গোষ্ঠী সেদেশের সিনাই প্রদেশের উত্তরাঞ্চলীয় মরুভূমিতে অবস্থান করছে বলে জানা যায়।
-এটি