সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


সুদানে জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশির। সেই সাথে কেন্দ্রীয় সরকার ভেঙ্গে দেওয়ারও আদেশ দেন তিনি।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) এক ভাষণে ওমর আল বশির বলেন, আমি আগামী এক বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করছি।

প্রেসিডেন্ট ইতোমধ্যেই বরখাস্ত করেছেন রাজ্যের গভর্নরদের।এছাড়াও সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা থেকে বিরত থাকতে সংসদকেও নির্দেশ দিয়েছেন তিনি।

সুদানের জনগণ রুটি ও জ্বালানির ওপর থেকে সরকারি ভর্তুকি কমানোর জন্য বৃহৎ গণআন্দোলন গড়ে তোলে। এতে ওমর আল বশিরের ৩০ বছরের শাসন প্রায় হুমকির মুখে পড়ে। এ অবস্থায় দেশটি জনগণের জন্য রুটি এবং জ্বালানির ওপর থেকে সরকারী ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেয়।

যদিও এই আন্দোলনকে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ বলে দাবি করেন প্রেসিডেন্ট ওমর আল বশির।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ