আওয়ার ইসলাম: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান। একইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি। শনিবার (২৩ ফেব্রুয়ারি) তুরস্ক দূতাবাস থেকে এ তথ্য জানা যায়।
তুর্কি দূতাবাস থেকে জানানো হয়, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি আবদুল হামিদকে বার্তা পাঠিয়েছেন রজব তাইয়েব ইরদোগান। নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জন এবং ঢাকার সাভারে রানা প্লাজাধসে সহস্রাধিক নিহত হওয়ার পর এটিই দেশের সবচেয়ে বড় দুর্ঘটনা।
আইএ