আওয়ার ইসলাম: ভারতের আসাম রাজ্যে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে। নিহতরা সবাই চা শ্রমিক। এখনো হাসপাতালে ভর্তি সাড়ে তিনশ।
তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে।
গৌহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরের একটি চা বাগান। বৃহস্পতিবার সাপ্তাহিক মজুরি পেয়ে স্থানীয়ভাবে তৈরি মদপান করেন বাগানের শ্রমিকেরা। পরে অসুস্থ হয়ে মারা যায় শতাধিক শ্রমিক।
এসব মদের দোকান বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। মাদান নায়েঙ্ক নামে এক গ্রামবাসী বলেন, আমরা চাই, গ্রামবাসীদের বাঁচাতে সরকার দায়িত্ব নিয়ে মদের দোকানগুলো নিষিদ্ধ করবে।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
মদের বিষক্রিয়ায় মৃত্যু, ভারতে প্রায়ই ঘটে। দুই সপ্তাহ আগেও উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে বিষাক্ত মদপানে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়। এরআগে ২০১১ সালে পশ্চিমবঙ্গে মৃত্যু হয় ১৭২ জনের।
-এটি