আওয়ার ইসলাম: মিশরের সিনাই প্রদেশের গভর্নর মুহাম্মাদ আব্দুল ফুজাইল সাভিশাস নিজ প্রদেশে কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠানের অনুমোদন দিয়েছেন।
এ প্রতিযোগিতা ৩ মার্চ থেকে শুরু হবে; চলবে ২৮শে মার্চ পর্যন্ত। সম্পূর্ণ কুরআন হেফজ, সাড়ে ২২ পারা কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ এবং এক পারা কুরআন হেফজ বিভাগে এই প্রতিযোগিতা হবে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন ওই প্রদেশর দক্ষ ক্বারি ও হাফেজরা।
শেইখ মুহাম্মাদ আল-য়াশ বলেন, প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হবে।
১০ জনকে সম্পূর্ণ কুরআন হেফজ, ১৫ জনকে সাড়ে ২২ পারা পর্যন্ত কুরআন হেফজ, ১৫ জনকে ১৫ পারা পর্যন্ত কুরআন হেফজ এবং ২০ জনকে এক পারা কুরআন হেফজ বিভাগের জন্য শীর্ষ স্থানীয় হিসেবে নির্বাচন করা হবে।
উত্তীর্ণদের ২৫ এপ্রিলে জাতীয় উৎসবের দিনে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।