আওয়ার ইসলাম: দখলদার ইসরাইলের প্রতিযোগীর সঙ্গে খেলতে অস্বীকার করে ইরানের সর্বোচ্চ নেতার প্রশংসা কুড়িয়েছেন জাতীয় দাবারু দলের প্রতিভাবান কিশোর অরিন গোলামি। খবর পার্সটুডের।
রোববার ( ২৪ ফেব্রুয়ারি) ইরানের এই দাবারু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে দেখা করেন।
এ সময় অরিন গোলামির সঙ্গে তার বাবা-মা ছিলেন। খামেনি অরিনকে কাছে ডেকে তার মাথায় চুমু দেন এবং তার জন্য দোয়া করেন। সর্বোচ্চ নেতা তাকে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত পুঁজি।
সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে অরিন দেখা করেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদ্স ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানির সঙ্গে। তিনিও তার প্রশংসা করেন এবং তাকে কাছে টেনে আদর করেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ইসরাইলি দাবারুর সঙ্গে খেলতে অস্বীকৃতি জানান অরিন গোলামি।
-আইএ