আওয়ার ইসলাম: আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মীর। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ সোমবার কাশ্মীরের কুলগামের তুরিগাম এলাকায় ফের সংঘর্ষে জড়ায় সেনাবাহিনী, রাজ্য পুলিশ ও স্বাধীনতাকামীরা।
সংঘর্ষে পুলিশের এক ডেপুটি সুপার ও সেনাবাহিনীর এক নন-কমিশন্ড অফিসার এবং তিন স্বাধীনতাকামী নিহত হয়েছে।
খবরে বলা হয়, কাশ্মিরের স্বাধীনতাকামীদের গোপন অবস্থানের খবর পেয়ে তুরিগাম এলাকায় অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় সেনাদের উপস্থিতির খবর পেয়ে স্বাধীনতাকামীরা গুলি ছুঁড়লে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে।
অভিযানে জম্মু-কাশ্মীর পুলিশ সার্ভিস অফিসার আমন কুমার ঠাকুর নেতৃত্ব দিচ্ছিলেন। সংঘর্ষের সময় কাশ্মিরের স্বাধীনতাকামীদের গুলিতে তিনি নিহত হন। এছাড়া সেনার হাবিলদার সোমবীরও নিহত হন। এই সংঘর্ষে সেনাবাহিনীর এক মেজরসহ আরও দুই সেনা আহত হয়।
নিহত স্বাধীনতাকামীদের তিনজন জইশ-ই-মোহাম্মদের সদস্য বলে দাবী করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
কাশ্মীরের পুলওলামায় ভয়াবহ এক আত্মঘাতী হামলা নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক খুবই উত্তপ্ত অবস্থায় আছে। দুই দেশই অপর দেশকে হামলার ভয় দেখিয়ে হুমকি দিচ্ছে।
ওই হামলায় ভারতের সিআরপিএফের ৪৪ সদস্য নিহত হন। হামলার দায় কাশ্মীরের সংগঠন জইশ-ই-মুহাম্মদ স্বীকার করেছে।
-এটি