আওয়ার ইসলাম: ইরানে আটক একজন ফরাসি নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ খবর জানিয়ে বলেছেন, অবৈধভাবে ইরানে প্রবেশের দায়ে ফ্রান্সের ওই নাগরিককে আটক করা হয়েছিল।খবর পার্সটুডের।
সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর রোববার ( ২৪ ফেব্রুয়ারি) তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানান বাহরাম কাসেমি।
এর আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ জানিয়েছিলেন, তার দেশের একজন নাগরিক ইরানে খনি বিষয়ক একটি বেআইনি চুক্তি করার দায়ে আটক হয়েছেন। তাকে ইরানের দক্ষিণাঞ্চলীয় ‘কিশ’ দ্বীপ থেকে আটক করা হয়েছে এবং তাকে মুক্ত করার জন্য প্যারিস তেহরানের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে।
তবে মুক্তি পাওয়া ফরাসি নাগরিকের নাম-পরিচয় সম্পর্কে তেহরান বা প্যারিসের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আইএ