মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ফিলিস্তিনি বন্দিদের উপর ইসরায়েলের ভয়ানক ওষুধ পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্দি করে রাখা হাজার-হাজার নিরীহ ফিলিস্তিনির ওপর ভয়ানক ওষুধ পরীক্ষা চালাচ্ছে ইসরায়েল।

এ পরীক্ষা চালাতে দেশটি তাদের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক কোম্পানিকে অনুমতিও দিয়েছে। আর এমন বিষ্ফোরক তথ্য ফাঁস করেছেন খোদ এক ইসরায়েলি অধ্যাপক।

এক গবেষণার বরাতে এ তথ্যের পাশাপাশি সম্প্রতি ইসরায়েলি কারাগারে মৃত্যু হওয়া ফিলিস্তিনি এক বন্দির মরদেহ পরিবারের কাছে ফেরত দিতে অস্বীকৃতি জানানোর বিষয়টিও জানান তিনি।

নাদেরা শালহাব-কেভোরকিয়ান নামের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের দাবি, ওষুধ পরীক্ষার পাশাপাশি ইসরায়েলের সামরিক সংস্থাগুলোও ফিলিস্তিনি শিশুদের ওপর অস্ত্র পরীক্ষা করছে। অধিকৃত জেরুজালেমে এই পরীক্ষা চালানো হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে তার আলোচনার পরই, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি শিশুরা নিখোঁজ হচ্ছে। পরে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ তাদের মরদেহ পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ