মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


জাইশ-ই-মুহাম্মদের সবচেয়ে বড় ঘাঁটি ধ্বংসের দাবি ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় বিমানবাহিনী কাশ্মিরের পাকিস্তান অংশে হামলার মধ্যদিয়ে পুলওয়ামায় বিস্ফোরণে অভিযুক্ত সংগঠন জাইশ-ই-মুহাম্মদের সবচেয়ে বড় ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে।

বিজনেস টুডে-এর খবরে প্রকাশ, মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের বালাকোট, মজাফ্‌ফরাবাদে থাকা ‘জঙ্গি’ ঘাঁটির ওপরে অবিরাম বোমাবর্ষণ করে সেগুলো ধ্বংস করে ভারতীয় বিমানবাহিনী। পরে এদিন বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন গোখলে।

গোখলে জানান, ‘বালাকোটে জাইশ-ই-মুহাম্মদের সবচেয়ে বড় শিবিরটি ধ্বংস করেছে বিমানবাহিনী। এর ফলে অনেক জঙ্গি, জঙ্গিদের প্রশিক্ষক, সিনিয়র কমান্ডো নিহত হয়েছে।’

জাইশ-ই-মুহাম্মদ পুলওয়ামার মতো আরও কয়েক জায়গায় হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করে গোখলে আরও বলেন, ‘গোয়েন্দা সূত্রে জানতে পারি, পুলওয়ামার মতো আরও কয়েকটা হামলা দেশের বিভিন্ন প্রান্তে চালানোর পরিকল্পনা করছিল তারা (জাইশ-ই-মুহাম্মদ)। এই জন্যই অনেক জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল।’

‘পাকিস্তানকে বারবার তথ্যপ্রমাণ দেওয়া সত্ত্বেও এই ‘জঙ্গি শিবির’ (জাইশ-ই-মুহাম্মদের ঘাঁটি) ধ্বংস করার ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি। ফলে এই হামলা চালানো ছাড়া ভারতীয় বিমানবাহিনীর কাছে আর কোনো উপায় ছিল না’, যোগ করেন গোখলে।

তবে একইসঙ্গে তিনি এও জানান, ‘বিমান হামলায় সাধারণ মানুষের মৃত্যু এড়াতে খুব পরিকল্পনা করেই জাইশ-ই-মুহাম্মদের শিবির লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ