আবদুল্লাহ তামিম: দখলদার ইসলায়েলি সেনারা জেরুসালেমের ইসলামি বিপ্লবী গার্ড কাউন্সিলের প্রধান শায়খ আব্দুল আযিম সালহাব ও তার উপদেষ্টা শায়খ নাজেহ বাকিরাতকে গ্রেফতার করেছে।
গতকাল (২৫ ফেব্রুয়ারি) সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জেরুসালেমের উত্তরাঞ্চলীয় বাইতুল হানিনা উপশহরে ইসলামি বিপ্লবী গার্ড কাউন্সিলের প্রধান শায়খ আব্দুল আযিম সালহাবের বাড়িতে হামলা চালিয়ে তাকে অজানা স্থানে নিয়ে যায়। সুরবাহার উপশহরে শায়খ আব্দুল আযিম সালহাবের উপদেষ্টা শায়খ নাজেহ বাকিরাতের বাড়িতেও হামলা চালিয়ে তাকে তুলে নিয়ে যায় বলে জানা যায়।
উল্লেখ্য, ফিলিস্তিনের নাগরিকরা বাবুর রাহমা খুলে দেয়ার জন্য বিক্ষোভ করেছিল। বিগত এক সপ্তাহ এর জের ধরে জেরুসালেমের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।
ফিলিস্তিনবাসীর বিক্ষোভের ফলে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বাবুর রাহমা খুলে দিতে বাধ্য হয়েছে। এর ফলে ফিলিস্তিনিরা দীর্ঘ ১৬ বছর পর বাবুর রাহমার মুসল্লাতে জুম্মার নামাজ আদায় করে। সূত্র: ফিলিস্তিন নিউজ নাউ
-এটি