মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান, ২ পাইলট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: জম্মু-কাশ্মীরের বদগামে বিধ্বস্ত হয়েছে ভারতের যুদ্ধবিমান ‘মিগ’। এখনও পর্যন্ত পাওয়া খবর বলছে, যুদ্ধবিমানটির পাইলট ও কো-পাইলট মারা গেছেন।

নিউজ এইট্টিনের খবর বলছে, বুধবার সকালে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে রয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। যান্ত্রিক ত্রুটির জন্যই বিমানটি ভেঙে পড়েছে বলে ভারতীয় বিমানবাহিনীর দাবি।

ভারতীয় বিমানবাহিনীর সূত্রের বরাতে নিউজ এইট্টিন জানিয়েছে, ঘটনাস্থলে যাচ্ছেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা। আর ইতোমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে।

পাক-ভারত যুদ্ধ কি সত্যিই আসন্ন?

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, এদিন সকালে পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান কাশ্মীরের নৌসেরা সেক্টরে ঢোকার চেষ্টা করে। শ্রীনগরে ভারতীয় বিমানবাহিনীর টহল চলছে। এই টহল চলাকালীনই বিমানটি বিধ্বস্ত হয়। শ্রীনগর বিমানবন্দর থেকে সব বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।

গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪৪ সদস্য নিহত হওয়ার পর গত সোমবার রাতে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ