মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


দেওবন্দে পুলিশি অভিযান; বাংলাদেশি ২ শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শফিক মুহাম্মদ
আওয়ার ইসলাম

ভারতের উত্তরপ্রদেশের দেওবেন্দ এলাকায় অভিযান চালিয়ে ২ জন বাংলাদেশি শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয় পুলিশ। শিক্ষার্থী পরিচয়ে একটি আবাসিক ছাত্রাবাসে থাকলেও  ভিসা এবং পাসপোর্ট না থাকায় তাদের আটক করে পুলিশ। খবর ইন্ডিয়া এক্সপ্রেস-এর।

গত চারদিন আগে পাকিস্তানভিত্তিক বিদ্রোহী সংগঠন জইশ-ই মুহাম্মদের সঙ্গে জড়িত থাকায় ২ জনকে আটক করে উত্তরপ্রদেশ এন্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। সেই অভিযানের প্রেক্ষিতে দেওবন্দে অবস্থিত ছাত্রাবাসগুলোতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

পুলিশ বলছে, তারা শিক্ষার্থী পরিচয়ে একটি ছাত্রাবাসে অবস্থান করলেও ভিসা এবং পাসপোর্ট দেখাতে না পারায় আমরা তাদের গ্রেফতার করি। তাদের কোর্টে চালান করা হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষ রিমান্ডে নেওয়া হবে।

এর আগে, শাহরানপুর দেওবন্দে এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই জনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এন্টি টেররিজম স্কোয়াড (এটিএস)। ধৃত শাহনওয়াজ আহমেদ ও আকিব আহমেদ মালিক জঙ্গি দলে রিক্রুটার হিসেবে কাজ করত বলে পুলিশ দাবি করেছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হয়েছে। এ নিয়ে ভারতজুড়ে পাকিস্তানবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে। এ হামলার পর থেকে দেশব্যাপী বিশেষ অভিযান চালাচ্ছে ভারতীয় পুলিশ।

সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ